Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে চলছে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম


১৮ মার্চ ২০১৯ ১৫:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিত কম। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। পাহাড়ি এলাকায় কিছু ভোটার দেখা গেলেও বাঙালি এলাকায় ভোটারদের উপস্থিতি খুবই কম।

জেলার ৪ লাখ ১২ হাজার ৮৫৪ জন ভোটারের মধ্যে নারী ভোটার ২ লাখ ১ হাজার ১৩৮ জন। জেলার ১৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৭ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্ণিত করা হয়েছে। সেখানে সেনা ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সসহ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে।

৮টি উপজেলার মধ্যে খাগড়াছড়ি ও মানিকছড়ি দুটি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও একটি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং মানিকছড়ি উপজেলা পরিষদে শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর