Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে সীমানা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা


১৮ মার্চ ২০১৯ ১৬:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে লোকমান মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত লোকমান মাঝি বারইখালী গ্রামের মৃত আছমত আলী মাঝির ছেলে। তিনি পেশায় একজন পান বিক্রেতা ছিলেন।

লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, প্রতিবেশি ইউনুছ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে তাদের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ইউনুছসহ কয়েকজন সোমবার হঠাৎ মারপিট শুরু করে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, লোকমান মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তারা পেয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুলতান হাওলাদারের ছেলে ইউনুছকে (৪০) আটক করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন  

পিটিয়ে হত্যা সীমানা বিরোধ