Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাস্টমস কর্মকর্তার হয়রানি, সিইপিজেডে শুল্কায়ন বন্ধ রেখে আন্দোলন


১৮ মার্চ ২০১৯ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) থেকে রফতানি পণ্যের শুল্কায়ন বন্ধ করে দিয়েছেন ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টরা। কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তার হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্টারা এই আন্দোলনে নেমেছেন।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টা থেকে কাজ বন্ধ করে দিয়ে সিইপিজেডে বেপজা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এজেন্টরা।

এর ফলে সিইপিজেড থেকে কোনো রফতানি পণ্য চট্টগ্রাম বন্দরে যাচ্ছে না।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘রাজস্ব কর্মকর্তা ব্রজ কুমার রায় সিইপিজেডে রফতানি পণ্য মূল্যায়ন ও শুল্কায়নের দায়িত্বে আছেন। উনার দুর্ব্যবহার আর হয়রানিতে আমরা অতিষ্ঠ। আমাদের কর্মচারিদের রীতিমতো তিনি অত্যাচার করেন। এজন্য তারা আর ব্রজ কুমার রায়ের অধীনে পণ্যের শুল্কায়ন করবেন না বলে আমাদের জানিয়েছেন।’

বিজ্ঞাপন

লিয়াকত আলী আরও বলেন, ‘আমরা বিষয়টি কাস্টমস কমিশনারকে জানিয়েছি। উনাকে বলেছি ব্রজ কুমার রায়কে সিইপিজেড থেকে প্রত্যাহার করা না হলে আমরা কাজে যোগ দেব না।’

এই বিষয়ে বক্তব্য জানার জন্য কাস্টমস কমিশনারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম বন্দর সিইপিজেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর