Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীদের বিক্ষোভে নীলক্ষেতে যান চলাচল বন্ধ


২২ জানুয়ারি ২০১৮ ১৬:১৪

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : ঢাকা গভর্মেন্ট নিউমার্কেটকে দুইতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভে নেমেছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুর ২টা থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। ব্যবসায়ীদের বিক্ষোভের ফলে নীলক্ষেত মোড় ও আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল।

ঘটনাস্থলে উপস্থিত নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আনাস উদ্দিন বলেন, ব্যবসায়ীরা এখনো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস নীলক্ষেতে এসে আশ্বাস দিলে তারা চলে যাবেন।

বিক্ষোভকারীদের দাবি, নিউমার্কেটের এই ভবনকে দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই অবিলম্বে সিদ্ধান্ত বন্ধ করতে হবে।

সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে নিউ মার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন ব্যবসায়ীরা।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর