Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে ও মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে ২১৫ প্রাণহানি


১৮ মার্চ ২০১৯ ১৯:৫৫

মোজাম্বিক ও জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড় ইদাই’র আঘাতে ২১৫ জন মানুষ মারা গেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

রেড ক্রসের মূল্যায়ন দলের প্রধান জেমি লেসিওর বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে মোজাম্বিকে আঘাত হানে ইদাই। প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে গেছে শত শত গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন।

জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী নিক মাঙ্গওয়ানা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন।

মোজাম্বিকের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ইদাই’র আঘাতে মৃত্যু হয়েছে অন্তত ১২৬ জনের। এদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন বেইরা শহর ও এর নিকটবর্তী এলাকাগুলোতে।

এদিকে, দুর্যোগের শিকার হয়েছে মালাওয়িও। রিলিফওয়েব অনুসারে, সেখানে ঘূর্ণিঝড়ের বদলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর