Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ৭ উপজেলায় আ. লীগ, ৫টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান


১৯ মার্চ ২০১৯ ০০:৩৫

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের সাত উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও পাঁচ উপজেলায় বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুসারে, সিলেটের কোম্পানীগঞ্জে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী প্রার্থী হাজী শামীম আহমদ; গোয়াইনঘাটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ; জৈন্তাপুরে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী কামাল আহমদ; ফেঞ্চুগঞ্জে বিদ্রোহী নুরুল ইসলাম ও বিয়ানীবাজারে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী আবুল কাশেম পল্লব।

এছাড়া বাকি সাত উপজেলার মধ্যে, সিলেট সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের নুনু মিয়া, বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মোস্তাকুর রহমান মফুর, জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের লোকমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ইকবাল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের আব্দুল মোমিন চৌধুরী, দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের আবু জাহিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/ আরএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর