শাহজালালে পৌনে ২ কোটি টাকার আমদানি নিয়ন্ত্রিত ওষুধ আটক
১৮ মার্চ ২০১৯ ২৩:১৪
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক ওষুধের মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৩২০ টাকা।
সোমবার (১৮ মার্চ) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।
তিনি জানান, সকাল ১১টা ৪০ মিনিটে ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের পাঁচ জন যাত্রীর কাছে এসব ওষুধ পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্রে জানা যায়, ওই ফ্লাইটের মাধ্যমে আমদানি নিয়ন্ত্রিত ওষুধ পাচার হবে বলে গোপন সংবাদ পাওয়া যায়। সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সন্দেহজনক যাত্রীদের নজরদারিতে রাখে। একপর্যায়ে ওই পাঁচ যাত্রীকে শনাক্ত করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। পরে তারা লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।
ড. মো. সহিদুল ইসলাম বলেন, যাত্রীদের আটক করে তাদের ব্যাগ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ওষুধ পাওয়া যায়। এসব ওষুধের বাজারমূল্য ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৩২০ টাকা।
এ বিষয়ে ওষুধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।
সারাবাংলা/এসজে/টিআর