।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) ভোরে তার হার্টঅ্যাটাক হলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমানের অধীনে চিকিৎসাধীন।
তার হার্টে সেন্ট (রিং) পরানো হয়েছে। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সারাবাংলা/জেএ/একে