Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্যের শক্তিতেই বাংলাদেশের সমৃদ্ধি: কৃষিমন্ত্রী


১৯ মার্চ ২০১৯ ০৩:৪৯

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তারুণ্যের শক্তিতেই বাংলাদেশের সমৃদ্ধি অর্জন হবে।  তাই তরুণদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার শতভাগ আন্তরিক।

তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। সেই উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রায় যুক্ত করা হবে তরুণদের।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর খামারবাড়ির কেআইবি অডিটোরিয়ামে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০০৮ সালে নির্বাচনের ইশতেহারে দারিদ্র্য দূরীকরণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয় ও ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে। এসবের অধিকাংশ অর্জন করা সম্ভব হয়েছে। পাশাপাশি ২০১০-২০১৫ পযর্ন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করে। যার কিছু অর্জিত হয়েছে, কিছু হয়নি।’

মন্ত্রী বলেন, ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বড় অন্তরায় ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে ২০১৩-২০১৪ সালে রাজনীতির নামে নারকীয় অগ্নিসন্ত্রাস না হলে এসব পরিকল্পনার অধিকাংশ সূচক অর্জিত হতো।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকলে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা যায়।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অর্জন অনেক বেশি। এমডিজির অধিকাংশ সূচক আমরা অর্জন করেছি। বর্তমানে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশে আগামী দুই-একবছরের মধ্যে বিদেশি বিনিয়োগ বাড়বে। ফলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষার প্রসার সম্ভব হবে।’

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব ) ড. শামসুল আলম ।

সারাবাংলা/ইএইচটি/আরএফ/একে

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর