বগুড়ায় উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
১৯ মার্চ ২০১৯ ১০:১৮
বগুড়া: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি চার উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ১২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হলেন, তাদের তথ্য তুলে ধরা হলো।
বগুড়া সদর
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবু সুফিয়ান শফিক, ভাইস চেয়ারম্যান (লাঙ্গল) ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা (কলস)।
শাজাহানপুর
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সোহরাব হোসেন সান্নু, ভাইস চেয়ারম্যান তালা প্রতীকে এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা।
গাবতলী
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের রফিনেওয়াজ খাঁন রবিন, ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের আমিনুল ইসলাম মুক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেখসনা আক্তার।
সারিয়াকান্দি
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের অধ্যক্ষ মুনজিল আলী সরকার, ভাইস চেয়ারম্যান পদে আইয়ুব তরফদার (মাইক) ও মহিলা পিলু মমতাজ শিউলী (প্রজাপতি)।
সোনাতলা
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মিনহাদুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন (টিউবয়েল) ও মহিলা ভাইস চেয়াম্যান জান্নাতুল ফেরদৌসী রুপা (ফুটবল)।
শিবগঞ্জ
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার (ফ্যান)।
কাহালু
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে হাবিবুল হাসান সুরুজ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশান আরা (তালা)।
দুপচাঁচিয়া
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আলহাজ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান (টিউবওয়েল) আহমেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপা (কলস)।
আদমদীঘি
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলহাজ সিরাজুল ইসলাম খাঁন রাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান পিন্টু (টিউবয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা (হাঁস)।
নন্দীগ্রাম
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত (মাইক) ও শ্রাবণী আক্তার বানু (হাঁস)।
শেরপুর
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মজিবর রহমান মজনু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন (কলস)।
ধুনট
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান পদে মহসীন আলী (মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী (কলস)।
সারাবাংলা/টিআর