Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইক্লোন ইদাই: হাজারো মৃত্যুর আশঙ্কা


১৯ মার্চ ২০১৯ ১১:৫৪

মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে নুয়েসি বলেছেন, সাইক্লোনের আঘাতে তার দেশে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলে পানিতে শত-শত মৃতদেহ ভাসতে দেখেছেন বলে জানান তিনি। খবর বিবিসির।

গত ১৪ মার্চ আঘাত হানা এই ঝড়ে মোজাম্বিক ছাড়াও জিম্বাবুয়েতে ৯৮ ও মালাওয়িতে ১২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক শ।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে, জিম্বাবুয়ে ও মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২১৫ বলে জানানো হয়।

মোজাম্বিকের বিয়েরা শহরে ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান জাতিসংঘের ত্রাণ বিতরণী সংস্থার একজন কর্মী। তিনি বলেন, বিয়েরায় অন্তত ৫০ লাখ লোকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ব খাদ্য সংস্থার গেরাল্ড বুরকে বলেন, সেখানে বিদ্যুৎ, টেলিযোগাযোগ কোন কিছুই ধ্বংসের কবল থেকে রক্ষা পায়নি। অনেক লোকেরই ঘর-বাড়ি নিশ্চিহ্ন হয়েছে।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মোজাম্বিকের পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্য সরকার মোজাম্বিককে ৮ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।

সারাবাংলা/এনএইচ

জিম্বাবুয়ে মোজাম্বিক সাইক্লোন ইদাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর