খাদ্য ও কৃষিপণ্যের ৪ দিনের প্রর্দশনী শুরু ২৭ মার্চ
১৯ মার্চ ২০১৯ ১১:৫২
ঢাকা: সেমস গ্লোবালের আয়োজনে চার দিনের খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। এতে দেশ-বিদেশের ১৩২টি প্রতিষ্ঠানের ১৫০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
সোমবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে প্রদর্শনী আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ এমডি মেহেরুন এন ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, হেড অব মার্কেটিং নঈম শরিফ ও সিনিয়র ম্যানেজার আসিফ আরমান।
তারা জানান, খাদ্য ও কৃষি পণ্য প্রদর্শনীর পাশাপাশি একই স্থানে অনুষ্ঠিত হবে চতুর্থ পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল এক্সপো, চতুর্থ এগ্রো ক্যামিক্যাল বাংলাদেশ এক্সপো এবং ইন্টারন্যাশনাল প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক্সপো ২০১৯।
সংবাদ সম্মেলনে মেহেরুন এন ইসলাম বলেন, সেমস গ্লোবালের আয়োজনে এটা চতুর্থ ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী চলাকালীন নিরাপদ খাদ্য বিষয়ে সেমস গ্লোবাল ও বিএসএএফই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কৃষিজাত উদ্ভাবনী পণ্য ও সেবা, যন্ত্রাংশ, কেমিক্যাল, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ উপকরণ প্রদর্শন করবে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রদর্শনী অপ্রচলিত বাজারে বাংলাদেশের রফতানি বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এতে বাংলাদেশের রফতানি আয়ে তৈরি পোশাকের ওপর অতি নির্ভরশীলতাও কমবে। প্রদর্শনীটি খাদ্য প্রস্তুতকারক ও সরবরাহকারীদের জন্য একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এজেন্ট, পরিবেশক, আমদানিকারক, ট্রেডিং কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য এটি সেতুবন্ধন হয়ে কাজ করবে।
সারাবাংলা/ইএইচটি/টিআর