চুক্তিতে ব্যতিক্রম কিছু না থাকলে তৃতীয় ব্রেক্সিট ভোট নয়: স্পিকার
১৯ মার্চ ২০১৯ ১৩:৩০
ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বেরকো বলেছেন, প্রধানমন্ত্রী টেরিজা মে তার প্রস্তাব আরেক দফা এমপিদের কাছে ভোটে তুলতে চাইলে ব্রেক্সিট চুক্তিতে নতুন কোন প্রেক্ষাপট থাকতে হবে। তিনি বলেন, অর্থপূর্ণ তৃতীয় দফা ভোটে এমন প্রস্তাবনা গ্রহণ করা হবে না, যা এমপিরা আগেই প্রত্যাখান করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের কথা থাকলেও ব্রিটিশ এমপিরা ব্রেক্সিট পেছানোর পক্ষে সম্মত হয়েছেন। তবে এক্ষেত্রে ইইউর সঙ্গে আলোচনা প্রয়োজন হবে। টেরিজা মে আবারও তার প্রস্তাবিত চুক্তির বিষয়ে পার্লামেন্ট ‘তৃতীয় ভোট’ চাইবেন এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে জন বেরেকো একথা বলেন।
এর আগে, গত ১২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ৩৯১-২৪২ ভোটে আইনপ্রণেতারা টেরিজা মে’র পরিকল্পনা প্রত্যাখান করেন। ১৬ জানুয়ারি প্রথম দফা ভোটেও মে পরাজিত হন ৪৩২-২০২ ভোটে।
স্পিকারের এই মন্তব্য ভালো-মন্দ দুভাবেই দেখা হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে। কনজারভেটিভ এমপি জেমস গ্রে জানান, তিনি ক্ষুব্ধ।
এদিকে স্পিকার কারো কাছে দায়বদ্ধ নয় বলে মন্তব্য করেন পলিটিশিয়ান টরি গ্রে। এছাড়া, পার্লামেন্টের আইনপ্রনেতাদের কেউ কেউ আশঙ্কা করছেন সাংবিধানিক সঙ্কটের।
আবার স্পিকার বেরেকোর সিদ্ধান্ত জানিয়েছেন এমনও আছেন অনেকে। কনজারভেটিভ পার্টির সাবেক কেবিনেট মিনিস্টার ওয়েন পেটারসন বলেন, এবার বৃহস্পতিবারের ইইউ সামিটে মনোযোগ দেওয়া যাবে। স্পিকারের মন্তব্যকে ‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেন তিনি।
সারাবাংলা/এনএইচ