Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে ভোটের নিরাপত্তায় গাফিলতি দেখছেন না সিইসি


১৯ মার্চ ২০১৯ ১৫:৩১

চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গুলিবর্ষণে আহতদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখার পর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।

আরও পড়ুন: আহতদের দেখে সিইসি বললেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে!

নির্বাচন ‍উপলক্ষে পাহাড়ে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নিরাপত্তায় গাফিলতি ছিল না। আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলাম। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ সবাই ছিল। তারা (নির্বাচনে দায়িত্ব পালনকারী) যখন মালামাল নিয়ে যাচ্ছিল, বিজিবি’র গাড়ি সামনে প্রটেকশন দিচ্ছিল। যারা পেছনে ছিল, তাদের আক্রমণ করেছে।’

পাহাড়ে অপ্রশস্ত সড়কের কথা তুলে ধরে সিইসি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের যে জায়গায় আক্রমণ হয়েছে সেখানে এত সংকীর্ণ রাস্তা, একবার এগিয়ে গেলে ঘুরিয়ে আবার আসা যায় না। এজন্য প্রটেকশনের যে গাড়িগুলো ছিল, সেগুলো সামনে চলে গিয়েছিল। দুষ্কৃতিকারীরা সুযোগ বুঝে পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে আক্রমণ করে। অতি তাড়াতাড়ি আক্রমণ করে তারা চলে গিয়েছিল। এখানে নিরাপত্তার কোনো অভাব ছিল না।’

আরও পড়ুন: প্রথম ধাপের মতো বাকি নির্বাচনও সুষ্ঠু করতে সিইসির আহ্বান

নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়িবহরের পেছনে নিরাপত্তার ব্যবস্থা ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘পেছনে তাদের সঙ্গে পুলিশ ছিল। পুলিশও গুলি খেয়েছে।’

বিজ্ঞাপন

তদন্ত করে হামলাকারীদের আইনের হাতে তুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘এখনও কারা দায়ী বা ঘটনা কেন ঘটল, আমরা সেটা জানি না। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। তদন্ত হবে, তদন্তে যারা দায়ী তাদের বের করা হবে এবং আইনের আওতায় আনা হবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিইসি সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন। এসময় তিনি আহতদের অবস্থা সরেজমিনে দেখেন। আহতদের কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেন।

সার্কিট হাউজে সিইসি’র সঙ্গে ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এস এম মতিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ছিলেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর