Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদক ডিজিকে বিজ্ঞান জাদুঘরে বদলি


১৯ মার্চ ২০১৯ ১৫:৫৬ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৬:০৫

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুনীর চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাকে বদলি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান ওিই আদেশে সই করেন।

এর আগে, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মুনীর চৌধুরীকে দুদকের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয় সরকার। এরপর তিনি দুদক এনফোর্সমেন্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে বেশকিছু অভিযানে নেতৃত্ব দেন তিনি।

মুনীর চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি ও বিদ্যুৎ খাতে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সরকারি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন তিনি। চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদফতর, সমুদ্র পরিবহন অধিদফতর, মিল্ক ভিটা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষে দায়িত্ব পালনের সময়ও দুর্নীতিবিরোধী অভিযানের কারণে পরিচিতি পেয়েছিলেন তিনি। এসময় তার উদ্যোগে প্রায় চার হাজার কোটি টাকার ভূমি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় সম্ভব হয়।

সারাবাংলা/এসজে/ইএইচটি/টিআর

দুদক দুদক ডিজিকে বদলি দুদক মহাপরিচালক দুদকের ডিজি