শাহজালালে স্বর্ণসহ ধরা পড়া ২ এয়ার হোস্টেস রিমান্ডে
১৯ মার্চ ২০১৯ ১৭:০১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৭:০৪
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস স্বর্ণবারসহ ধরা পড়া সৌদি এয়ারলাইন্সের ২ এয়ার হোস্টেসের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
রিমান্ড যাওয়া দুই কেবিন ক্রু হলো- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। এসময় তিনি তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহজালালে দুই কোটি টাকার স্বর্ণসহ ২ এয়ার হোস্টেস আটক
উল্লেখ্য, গত ১৭ মার্চ দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ওই দুই এয়ার হোস্টেস ছিলেন। পরে তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। এসময় সায়মা আক্তারের কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
সারাবাংলা/এআই/এমও