Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন মেলায় বিমানের টিকেটে বিশেষ ছাড়


১৯ মার্চ ২০১৯ ১৮:২১

ঢাকা: আগামী ২১ মার্চ শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’। মেলায় এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে টিকেটে বিশেষ ছাড় দিচ্ছে সংস্থাটি।

হোটেল সোনারগাঁওয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে ঢাকা থেকে ইকোনমি ক্লাসের রির্টান টিকেটে ছাড় দেবে বিমান। ঢাকা থেকে কলকাতায় ১০ শতাংশ, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুরে ২০ শতাংশ এবং ইয়াঙ্গুন রুটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকা ট্রাভেল মার্টে সব ধরনের ট্যাক্সসহ ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ১৭৮ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫ হাজার ৮১৯ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২৩ হাজার ৪৭৭ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৭ হাজার ৭১১ টাকা, ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৩ হাজার ৭৮৪ টাকা এবং এবং ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৩ হাজার ৫২২ টাকা ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ।

এছাড়াও ওয়ান ওয়ে রুটে সব ধরনের ট্যাক্সসহ ঢাকা-কলকাতা রুটে ৬ হাজার ৭৮২ টাকা, ঢাকা-কাঠমান্ডু রুটে ১১ হাজার ৯৫৬ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন রুটে ১৬ হাজার ৫২৯ টাকা, ঢাকা-ব্যাংকক রুটে ১৩ হাজার ৭২০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর রুটে ১৪ হাজার ৯২২ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৬ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করেছে বিমান।

প্রসঙ্গত, মেলা চলাকালীন বিমানের স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে প্রযোজ্য বাজার মূল্যের ওপর ৭ শতাংশ ছাড়ে টিকেট কেনা যাবে।

মেলায় আসা দর্শনাথীদের জন্য উদ্বোধনী দিনে প্রবেশ টিকেটে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১টি, দ্বিতীয় দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১টি এবং সমাপনী দিনে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে ২টি সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর