Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকের ন্যায্য মজুরি-নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের সুপারিশ


১৯ মার্চ ২০১৯ ১৮:৪৪

ঢাকা: শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের ডাটাবেজ তৈরি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৫ শতাংশ লভ্যাংশ সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি মন্ত্রণালয় থেকে মনিটরিং করার জন্যও সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সভাপতি মো. মুজিবুল হক সভাপতিত্ব করেন। কমিটি সদস্য মো. কামরুল ইসলাম, মো. ইসরাফিল আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, মুহাম্মদ ইকবাল হোসেন এবং শামসুন নাহার বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর