‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে’
১৯ মার্চ ২০১৯ ১৯:৪৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমিক হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বর্তমান প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গন্ধর্বপুর এলাকায় গন্ধর্বপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান ও মেধায় অনন্য হয়ে জাতিকে পথ দেখাতে হবে। বিজ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।’
তারাবো মেয়র বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেব গড়তে তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি বাচ্চার মধ্যে স্বপ্ন আছে, যোগ্যতা আছে শুধু আমাদের তা ফুটিয়ে তুলতে হবে। বিদ্যালয়গুলো যেন প্রকৃত মানুষ গড়ার কারখানা হিসেবে গড়ে উঠে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌসুমী গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও গন্ধর্বপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা খাতুন।
সভাপতির বক্তব্যে খাদিজা খাতুন বলেন, ‘শিক্ষা ও মেধায় নারী-পুরুষ সমান তালে এগিয়ে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে পুরুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেল, গন্ধর্বপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মাকসুদুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দিন ও প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহাসহ অনেক।
সারাবাংলা/এমএইচ