সিলেটে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলের মৃত্যু
১৯ মার্চ ২০১৯ ২০:৪৬
সিলেট: সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুঘর্টনায় সেনা সার্জেন্টের স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলার সতী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, সেনা বাহিনীর সার্জেন্ট সুজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ (৬)।
সেনা সদস্যের পরিবারের সঙ্গে আসা আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রীর মৃত্যু
ওসি আব্দুল জলিল জানান- সেনা বাহিনীর সার্জেন্ট সুজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন ও তার ছেলে সাজিদ মিয়া মঙ্গলবার সিলেটে বেড়াতে আসেন। তারা সিলেটে পৌঁছে সকালে বিছনাকান্দি এলাকা যান। সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে জাফলং যাওয়ার পথে সতিগ্রামে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীন ও সাজিদ মারা যায়।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
সিলেটে পাথর কোয়ারিতে ধস, ৫ শ্রমিকের মৃত্যু