ভারতের ‘লাদেন’ গ্রেফতার
২২ জানুয়ারি ২০১৮ ১৮:০১ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৫
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ‘লাদেন’ খ্যাত আব্দুল সোবহান কুরাশিকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সোমবার কিছুক্ষণ সংঘর্ষের পরে দিল্লির গাজীপুর এলাকা থেকে কুরাশিকে গ্রেফতার করা হয়।
সোবহান কুরাশি প্রথম জীবনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। পরবর্তীতে বোমা বানানোতে ‘বিশেষজ্ঞ’ হয়ে ওঠেন তিনি।
কুরাশি ২০০৮ সালে গুজরাটের ধারাবাহিক বোমা হামলায় জড়িত ছিলেন। ওই হামলায় ভারতের ৫৬ নাগরিক প্রাণ হারান।
দিল্লি পুলিশের বিশেষ সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহা জানিয়েছেন, কুরাসির কাছ থেকে বেশকিছু নথিসহ কয়েকটি পিস্তল জব্দ করেছেন তারা।
তিনি বলেন, ‘কুরাসি ভারতীয় মুজাহিদিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিল’।
গত কয়েক বছর ধরে ভারতীয় পুলিশ গোটা ভারত জুড়ে কুরাসিকে অনুসন্ধান করছিলেন। ‘তৌকির’ নামে পরিচিত কুরাসিকে ভারতীয় গোয়েন্দা পুলিশ ‘টেকি বোম্বার’ নামে চিহ্নিত করে।
কুরাশি নকল নথিপত্র ব্যবহার করে নেপালে পালিয়ে ছিলেন। এরপর সৌদি আরব চলে যান। সেখানে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত থাকেন।
আব্দুল সোবহান কুরাশি ভারতের মুম্বাইয়ে তার শিক্ষা জীবন শেষ করেন। পেশাগত জীবনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ সুনামের কুড়িয়ে ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
সারাবাংলা/এসআরপি/একে