Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু


২০ মার্চ ২০১৯ ১০:৫৩

গাইবান্ধা: রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যখন আন্দোলন চলছে ঠিক সেই সময়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে সুন্দরগঞ্জের ছাইতনতলা বাজার সংলগ্ন শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সুমি আকতার (১৫)।  সে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির মেয়ে। সুমি স্থানীয় করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

বিজ্ঞাপন

এসময় কাটগড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শাহনাজও আহত হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, বুধবার সকালে বাইসাইকেলে চড়ে ছাইতানতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলো সুমি ও শাহনাজ। তারা শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয় ও শাহনাজ আহত হয়।

ওসি আব্দুস সোবহান আরও জানান, দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। সুমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শাহনাজকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

ট্রাকচাপা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু