Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কৃষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


২০ মার্চ ২০১৯ ১৬:১৩

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দার কোদালধর এলাকার দুই কৃষক ভাইকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-কোদালধর এলাকার রামচন্দ্রপুরের লিয়াকত আলী(৫৫), তার ছেলে আনোয়ার হোসেন (৩৫), আবুল কাসেম(৫০) ও হোসেন আলী (৬২)।

রায়ে মামলার মোট ২২ আসামির মধ্যে রায়ে চারজনের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১৫ জনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে ধারালো দেশি অস্ত্র দিয়ে মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। ওইদিনই তাদের আরেক ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন।

কয়েকদিন পর বিভিন্ন জায়গা থেকে ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তি-তর্ক শুনে বিচারক বুধবার রায় দিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আবুল হাসেম, বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান।

সারাবাংলা/এসএমএন

দুই কৃষক হত্যা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর