গুগলকে ইইউ’র ১৬৯ কোটি ডলার জরিমানা
২০ মার্চ ২০১৯ ১৯:১৭
প্রযুক্তি জায়ান্ট গুগলকে আবারও বিশাল পরিমাণ অর্থদণ্ড দিয়েছে ইইউর বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা। অনলাইন বাণিজ্যে ন্যায্যতা লঙ্ঘন ও অ্যাডসেন্স সার্ভিসে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর বিজ্ঞাপন ব্লক করায় গুগলকে ১৬৯ কোটি ডলার (প্রায় ১৪ হাজার কোটি টাকা) জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।
বুধবার (২০ মার্চ) ব্রাসেলসে সংবাদ সম্মেলন ইইউ’র কমিশনার মার্গ্রেট বেস্টাগার বলেন, গুগলের বিরুদ্ধে অ্যাডসেন্স বিজ্ঞাপন ব্যবসা মামলার দীর্ঘ তদন্তের পর অভিযোগের সত্যতা মিলেছে।
ইইউ কমিশন আরও জানায়, অন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত রাখা হয়।
তবে এই রায় প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি গুগল।
এর আগে, ২০১৮ সালে গুগলকে চার শ ৩৪ কোটি ডলার জরিমানা করা হয়েছিল। তখন গুগলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম অপব্যবহারের। এছাড়া, ২০১৭ সালে অনলাইনে ক্রয় বিষয়ক ন্যায্যতা ভঙ্গের সত্যতা পাওয়ায় দুই শ ৭ কোটি ডলার জরিমানা করা হয়েছিল শীর্ষ এই প্রযুক্তি কোম্পানিকে।
সারাবাংলা/এনএইচ