কিশোরগঞ্জের মুয়াজ্জিন ইয়াবাসহ চট্টগ্রামে আটক
২০ মার্চ ২০১৯ ২০:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে ইয়াবাসহ আবুল কাশেম (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, কাশেম কিশোরগঞ্জের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত।
বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মইজ্জ্যারটেকে শাহ আমানত সেতুর প্রবেশপথ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা পাওয়া গেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ সারাবাংলাকে জানান, আবুল কাশেমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার কারপাশা গ্রামে। তার বাবা মৃত আবছার উদ্দিন। কোরআনে হাফেজ আবুল কাশেম কারপাশা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত।
আলমগীর মাহমুদ জানান, পায়ুপথে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বাসে এসে মইজ্জ্যারটেকে নামেন আবুল কাশেম। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। জিজ্ঞাসাবাদে আবুল কাশেম জানিয়েছেন, তিনি কক্সবাজারের জনৈক ইমনের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। কিশোরগঞ্জের কারপাশায় জনৈক হুমায়নের কাছে ইয়াবাগুলো হস্তান্তর করার কথা ছিল।
জিজ্ঞাসাবাদে আবুল কাশেম আরও জানিয়েছেন, অভাবের তাড়নায় তিনি ইয়াবা বহনে জড়িয়ে পড়েছেন। এর আগেও তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কিশোরগঞ্জে গেছেন, বলেন ওসি।
সারাবাংলা/আরডি/এটি