আবরারের আগে আরেক তরুণীকে ধাক্কা দেয় সুপ্রভাতের বাসটি!
২১ মার্চ ২০১৯ ০০:৫৯
ঢাকা: রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টো পাশের সড়কের জেব্রা ক্রসিংয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়ার কিছুক্ষণ আগে শাহজাদপুরের বাঁশতলা এলাকায় এক তরুণীকে সুপ্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম ধাক্কা দেয় বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সারাবাংলাকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার গেটে আবরারকে চাপা দেওয়ার কিছুক্ষণ আগে বাসটি যখন বাড্ডা থেকে উত্তরার দিকে যাচ্ছিল তখন শাহজাদপুর বাঁশতলা এলাকায় সিনথিয়া আক্তার মুক্তাকে চাপা দেয়। তবে প্রাণে বেঁচে গেলেও সিনথিয়া কোথায় আছেন সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।
বুধবার (২০ মার্চ) আসামী সিরাজুল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী গুলশান থানায় বাদী হয়ে মামলা করেন।
আবু বকর সিদ্দিক আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল নিজেও তরুণীকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন। তাই মামলাতে বাস চাপা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলায় চালক সিরাজুল ছাড়াও বাসের হেলপার, কন্ট্রাক্টার ও বাস মালিককে অপরাধের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। গুলশান থানার ওসি আরও বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যাচাই বাছাইসহ তদন্ত শেষে খুব শিগগিরই আদালতে এই মামলার চার্জশীট প্রদান করা হবে।
সিনথিয়া কোন হাসপাতালে ভর্তি আছে জানতে চাইলে ওসি বলেন, সিনথিয়া কোন হাসপাতালে ভর্তি আছে তা এখনো আমরা জানি না। তবে সিনথিয়ার অনুসন্ধান চলছে। তাহলে নামটা কিভাবে পেলেন জানতে চাইলে ওসি বলেন, দুর্ঘটনার পরপরই কেউ একজন নামটা বলেছিল তাই মামলায় নাম দেওয়া হয়েছে। এরপর তদন্তে অন্য নাম বা তার পরিচয় পেলে সেটি চার্জশীটে যুক্ত করা হবে। আর কাউকে যে চাপা দিয়েছে সেটাতো চালক সিরাজুল স্বীকারই করেছে।
গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রথমে গুলশান শাহজাদপুর এলাকায় এক মেয়েকে চাপা দেওয়ায় ভয়ে আরও দ্রুত বাস চালাচ্ছিল সিরাজুল। একজনকে চাপা দিয়ে ধরা পরার ভয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালাতে চেয়েছিল, তাই জেব্রা ক্রসিংয়েও থামেননি। সেখানে বাসের চাকা আবরারের মাথার ওপর দিয়ে চলে যায়। পালানোর সময় ট্রাফিক পুলিশ তাকে আটক করে।
** সুপ্রভাত বাসের চালক সম্পর্কে যা জানা গেল
সারাবাংলা/ইউজে/জেএ/এমআরপি