Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি


২১ মার্চ ২০১৯ ১৫:২৯

সাতক্ষীরা: চারদিনের বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। বৃহস্পতিবার (২১) থেকে আগামী রোববার (২৪ মার্চ) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মার্চ) থেকে আবারও যথারীতি চলবে এসব কার্যক্রম।

তবে বন্ধের মধ্যেও চলবে পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া।

সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা, সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে এই চার দিন বন্দরের আমদানী-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‘বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা উপলক্ষ্যে সে দেশের সিঅ্যান্ডএফ নেতারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার নিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ সাতক্ষীরার ৭ উপজেলায় নির্বাচন থাকায় অনেক ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা শনিবার ও রোববার নির্বাচনি দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন। তাই ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আরো তিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২৫ মার্চ থেকে আবারও যথারীতি ভোমরা স্থল-বন্দরের কার্যক্রম চলবে বলে জানান এই এজেন্ট।

ভোমরা স্থল-বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক মো. নিয়ামুল হাসান জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চারদিন বন্দরের কাষ্টমস অফিস যথারীতি খোলা থাকবে এবং বন্দর দিয়ে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

আমদানি-রফতানি ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর