Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি অধিগ্রহণের টাকা যেন ক্ষতিগ্রস্তরা সময়মতো পায়: প্রধানমন্ত্রী


২১ মার্চ ২০১৯ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানুষের কল্যাণেই উন্নয়নপ্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়। অনেক সময় দেখা যায়, প্রকল্প হাতে নিতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময়মতো জমির যথাযথ মূল্য পায়, সেদিকেও দৃষ্টি দিতে হবে।’ বৃহস্পতিবার (২১মার্চ) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামেলি হলে ‘মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে শুধু ওই অঞ্চলই নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘একটা সময় কক্সবাজারে কিছুই ছিল না। পুরো কক্সবাজারে লবণ চাষ হতো।  পান চাষ হতো।  এখন সেই কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।’

বিজ্ঞাপন

কক্সবাজারের বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলকে পর্যটন শিল্পের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সেখানে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হবে। বিমানবন্দরের উন্নয়নও করা হচ্ছে।’

শেখ হাসিনা  বলেন, ‘কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ এই পরিকল্পনার অংশ। এছাড়া, সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও হচ্ছে। ’

এই প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা হচ্ছে। ’

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব ছাড়াও প্রকল্পের জাপানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমএনএইচ

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর