সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, ফের নামবেন রোববার
২১ মার্চ ২০১৯ ১৬:১১
ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় আন্দোলনে নামা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ মানববন্ধন শেষে ফিরে গেছেন সড়ক থেকে। তবে শুক্রবার শনিবারের ছুটির পর রোববার (২৪ মার্চ) ফের সড়কে ফিরবেন তারা। যদিও কখন, কী কর্মসূচি পালন করবেন— সে বিষয়ে কোনো ঘোষণা দেননি তারা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বসুন্ধরা গেট এলাকায় মানববন্ধনে নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে তারা মানববন্ধন শেষে ফিরে যান।
আরও পড়ুন- ‘আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চাই’
এর আগে, গতকাল বুধবার (২০ মার্চ) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ মানববন্ধন করা শিক্ষার্থীরা মূলত তাদের সেই সিদ্ধান্ত মেনে না নিয়েই আন্দোলন চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
এই শিক্ষার্থীরা এদিনও আট দফা দাবিতে প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে ও হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ জানান।
পরে দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৩টা পর্যন্ত আজকের মানববন্ধন কর্মসূচি চলবে।
সংবাদ সম্মেলনে বিউপি শিক্ষার্থী ফাহমিন চৌধুরী বলেন, ‘আমরা সম্পূর্ণ অহিংস উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। গতকাল (বুধবার) আমরা সড়ক অবরোধ করেছিলাম, আজ আমরা অবরোধে যাইনি। আমরা চাই না কোনো জনদুর্ভোগ তৈরি হোক। সরকার সাত দিন সময় চেয়েছে, আমরা সময় দিয়েছি। তবে আমরা রাস্তায় থাকব। আমাদের মানববন্ধন আজ বিকেল ৩টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার আমাদের বন্ধ। রোববার থেকে আবারও আমরা সড়কে থাকব।’
তবে রোববার শিক্ষার্থীরা কখন থেকে এবং কী কর্মসূচি নিয়ে সড়কে থাকবেন, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা আসেনি। পরে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা আন্দোলনস্থল ছেড়ে চলে যান।
এর আগে, আট দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ শিক্ষার্থদের সঙ্গে কথা বলতে আসেন।
এসময় ডিসি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছেন। এরই মধ্যে দায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আজকে যারা এখানে এসেছেন তারা শান্তিপূর্ণভাবেই আছেন। জনদুর্ভোগ হবে— এমন কিছু শিক্ষার্থীরা করবেন না বলে আমরা আশা করছি।
সারাবাংলা/এসজে/টিআর