চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়ন কমিটি গঠন
২১ মার্চ ২০১৯ ১৬:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ৫ সদস্যের নীতিমালা প্রণয়ন ও পরিকল্পনা নির্ধারণ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১মার্চ) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে এই কমিটি গঠন করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নুর আহমদ।
কে এম নুর জানান, বিজ্ঞান অনুষদের ডিন এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. শফিউল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, সহকারী প্রক্টর লিটন মিত্র এবং ডেপুটি রেজিস্ট্রির মো. ইউসুফ।
এর আগে, ২০ মার্চ সন্ধ্যায় প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সঙ্গে উপাচার্যের বৈঠকে চাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/সিসি/এনএইচ