Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া এনজিও খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩


২২ জানুয়ারি ২০১৮ ২২:২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,সাতক্ষীরা 

প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। ‘আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান চালাতো ওই তিনজন। তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে তাদের আটক করে। এ সময় ওই অফিস থেকে ভুয়া নিয়োগপত্র, আইডি কার্ড, ছবি ও চেয়ার-টেবিল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বরগুনা জেলার নবাব আলীর ছেলে ইয়াছিন খান, সাতক্ষীরার নাছির উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামী। তবে অন্য জনের পরিচয় জানা যায়নি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান,  প্রতারণার অভিযোগে ‘আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ সময় ওই অফিস থেকে ভুয়া নিয়োগপত্র, আইডি কার্ড, ছবি ও চেয়ার-টেবিল জব্দ করা হয়েছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর