‘আমরা একটি অসাম্প্রদায়িক দেশে বাস করছি’
২২ মার্চ ২০১৯ ০১:২৩
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর আবার আমরা একটি অসাম্প্রদায়িক দেশে বাস করছি, যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিরোধ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। শ্রী রামকৃঞ দেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে বার্ষিক উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি বাঙালী সন্তান হিসেবে তিন মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাস বোস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি। কারণ তারা জাত নিয়ে বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা সমস্যায় পড়েছিলাম, তবে তার কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর স্বস্তিতে বসবাস করছি। রাজনীতিকে ব্যবহার করে দেশে অপকর্ম হচ্ছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ধর্ম ও রাজনীতিকে যদি মানুষের কল্যানে ব্যবহার করা যায় তবে সেটাই হবে পুণ্যের কাজ।
রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ একনাথানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা।
সারাবাংলা/এমআরপি