Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ


২২ মার্চ ২০১৯ ০২:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সহকারী অধ্যাপক শমসের আলী , শ্রীমঙ্গল উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ, প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রধান শিক্ষক বেলাল আহমেদ, আ.স.ম.মুজিবুর রহমান, কামরুল হাসান, প্রধান শিক্ষক নুরুল হক প্রমূখ।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহের বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্ত, সিনিয়র শিক্ষক সুধেন্দু ভট্টচার্য্য, জহিরুল ইসলাম মিটু প্রমূখ।

অতিথিদের বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পরিচালনা কমিটির অন্যতম সদস্য সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী বলেন, শুধু এ প্লাস সনদ অর্জন করলেই মানব সম্পদ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হলে পাঠক্রমিক কার্যক্রমের সাথে সহ-পাঠক্রমিক শিক্ষাও গ্রহণ করতে হবে।

তিনি আরও যোগ করেন, বর্তমান যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে এখন থেকেই শিক্ষার্থী-শিক্ষক সবাইকে একযোগে নান্দনিকতার চর্চা চালিয়ে যেতে হবে। এছাড়া, মানবিক মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আর তাহলেই একজন শিক্ষার্থী সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যথাযথ অবদান রাখতে পারবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

পুরস্কার শিক্ষা সপ্তাহ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর