Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে রাসায়নিক প্রকল্পে বিস্ফোরণ, ৪৭ প্রাণহানি


২২ মার্চ ২০১৯ ০৯:১৫

চীনের পূর্বাঞ্চলে এক রাসায়নিক প্রকল্পে বিস্ফোরণে অন্তত ৪৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ২:৫০ মিনিটের দিকে জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরের তিয়ানজিয়ায়ি ক্যামিকেল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটিতে সার উৎপাদন করা হয়। বৃহস্পতিবার সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় প্রায় অর্ধ শতাধিক মানুষের।

বিজ্ঞাপন

এদিকে চীনের ভূমিকম্প বিষয়ক প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সময় অঞ্চলটিতে একটি ২.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণটির ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি আগুনের গোলা বিস্ফোরিত হচ্ছে, পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধূয়া।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটির ধাক্কায় ভেঙে পড়েছে নিকটবর্তী কারখানার একাধিক ভবন। তাতে আটকা পড়েছে কর্মীরা।

বিস্ফোরণস্থল থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত হেংলিদা ক্যামিকেল কারখানার কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই তাদের কারখানার ছাদ ভেঙে পড়ে। দরজা ও জানালা ভেঙে যায়। তারা পালাতে বাধ্য হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রাদেশিক দমকলকর্মীরা।

উল্লেখ্য, চীনে প্রায়ই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলে তিয়ানজিন শহরে দু’টি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারায় ১৬০ জন মানুষ।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর