Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান: ১০ টন জাটকা জব্দ


২২ মার্চ ২০১৯ ১১:০৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৯ জনকে এক বছর করে কারাদণ্ডও দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মৎস্য অধিদফতরের সহায়তায় র‌্যাব ১০-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। অভিযান চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি সারাবাংলাকে বলেন, ‘যে মাছগুলো জব্দ করা হয়েছে তার পরিমাণ ১০ টন। একেকটি মাছের সাইজ ৩ থেকে ৫ ইঞ্চি। এছাড়া প্রতিটি মাছের ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত।’

এ ধরণের ইলিশ মাছ ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি, বহন ও সংরক্ষণ করাও অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘একই সঙ্গে যারা এই মাছ কিনবে তাদেরও অপরাধ হবে। এর আগেও আমরা এসব আড়তে অভিযান চালিয়েছিলাম। টনে টনে মাছ জব্দ করা হয়েছিল। তাই এবার তাদের (৯ জনকে) একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

এছাড়া জব্দ হওয়া মাছগুলো যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর