Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক


২২ মার্চ ২০১৯ ১২:০৬

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ শতাধিক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-২-এর সদস্যরা। শুক্রবর (২২ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বেলা ১১টা পর্যন্ত। অভিযানে ১৩টি স্পট থেকে শতাধিক মাদক কারবারিকে আটক করে র‌্যাব সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘আমরা তথ্য পেয়েছিলাম যে, ইতোমধ্যে যারা আটক হয়ে জামিনে বেরিয়ে এসেছে তারা ফের একই কাজে নিযুক্ত। তাই র‍্যাব-২-এর সম্বনয়ে প্রায় পাঁচ শতাধিক র‌্যাব সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলা হয়। এ সময় বাইরে এবং ভেতরে যেতে দেয়া হয়নি কাউকে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করা হয়। যাদের কাছে মাদক পাওয়া যায় তাদেরকেই আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

অভিযানে র‍্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিট কাজ করেছিল।

সারাবাংলা/এসএইচ/এমআই

আটক জেনেভা ক্যাম্প মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর