Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু


২২ মার্চ ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জহুরুল ইসলাম মুকন্দগাঁতী পশ্চিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য আজ সকালে শালিসী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাছেদ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন ও ওয়াজেদ প্রামাণিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

জমিজমার বিরোধ পিটিয়ে হত্যা সালিশ বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর