রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা, বলাকা বাসের চালক-হেলপার আটক
২২ মার্চ ২০১৯ ১৭:২৩
সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রাইভেট কারে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে বনানী থানা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে মহাখালী ট্রাফিক বক্সের পাশে এ ঘটনা ঘটে। এসময় রাশেদ খান মেনন প্রাইভেট কারের (ঢাকা মেট্টো ঘ-১৫-৪৭৯৪) ভেতরে ছিলেন। তবে তিনি সুস্থ আছেন। বাসের ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।
আটককৃতরা হলো- চালক আমানুল্লাহ (৩৮) এবং হেলপার মো. দুলাল মিয়া (৫০)। তাদের বনানী থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বলাকা পরিবহনের গাড়ি নাম্বার (ঢাকা মেট্টো ব-১১-৯৬৮৪)।
অভিযোগকারী রাশেদ খান মেননের গাড়ির চালক মো. সুজন মিয়া সারাবাংলাকে বলেন, ‘আমি স্যারকে নিয়ে ইস্কাটন থেকে এয়ারপোর্ট যাচ্ছিলাম। এসময় মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতির একটি গাড়ি সামনের পাশ দিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে এটা নিয়ে গাড়ির মালিককে ফোন দিলে তিনিও উল্টাপাল্টা কথা বলে। তাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘গাড়ির কাগজপত্র থাকলেও চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
সারাবাংলা/এসএইচ/এমও