Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ মার্কেটের পেছনে বিশ্বাস বিল্ডার্সের ভবনে আগুন


২২ মার্চ ২০১৯ ২৩:৩৪ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের পেছনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শুক্রবার (২২ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে বিশ্বাস বিল্ডার্সের বহুতল ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভবনে আগুন লাগে।

ফায়ারের ডিউটি অফিসার রিমেন জানান, বিশ্বাস বিল্ডার্স ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

রাত ১২টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুন আর ছড়িয়ে যাওয়ার ভয় নেই বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএইচ/এসএমএন

আগুন বিশ্বাস বিল্ডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর