Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ইউনিটের চেষ্টায় নিভেছে বিশ্বাস বিল্ডার্স ভবনের আগুন


২৩ মার্চ ২০১৯ ০০:৩১

ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের পেছনে একটি বহুতল ভবনে লাগা আগুন নেভানো হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্বাস বিল্ডার্সের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভবনের আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহবুব রিবেন সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুব রিবেন বলেন, রাত ১২ টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের মোট সাতটি  ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এর আগে রাত ১০টা ৫০ মিনিটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভবনে আগুন লাগে। বিশ্বাস বিল্ডার্স ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এখন পর্যন্ত এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্বাস বিল্ডার্সের এই ভবনটির পাঁচতলা পর্যন্ত বিপনি বিতান। ছয় তলা থেকে আবাসিক ফ্ল্যাট। আগুন লাগার খবর পেয়ে পুরো ভবনে হুড়োহুড়ি পড়ে যায়। ভবনটির কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ভবনে ধোঁয়া দেখতে পেয়ে তারা দ্রুত ছাদে উঠে যান। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলার পর ঘরে ফিরেছেন।

সারাবাংলা/এসএইচ/এসএমএন

আগুন নিয়ন্ত্রণে বিশ্বাস বিল্ডার্স

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর