Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাকসু নেতাদের শ্রদ্ধা


২৩ মার্চ ২০১৯ ১৬:৪৪

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত নেতারা। এসময় ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও উপস্থিত ছিলেন।

শনিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ভিসি ও ডাকসু নেতারা একযোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এর আগে, নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একটি বাসে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। ফুলেল শ্রদ্ধা জানানোর পর ভিসি চলে যান।

এসময় নব নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘আজ প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার কথা বলা হয়। নির্বাহী কমিটির ২৫ জনের মধ্যে ২৩ জনের ভোটে সেটি পাশ হয়েছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘হলগুলোতে যারা অছাত্র আছেন তারা যাতে না থাকতে পারেন সেজন্য প্রস্তাব করা হয়েছে। এরইমধ্যে এসএম হলে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও যারা আছেন তাদের হল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে। আমরা আশা করব, বাকি হলগুলোতেও যাতে অচিরেই এ নোটিশ দেওয়া হয়। মেধার ভিত্তিতে যাতে শিক্ষার্থীরা হলের আসন পায় সে ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা হয়েছে।’

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘২৮ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় নানান সমস্যা তৈরি হয়েছে। এখন নির্বাচন হয়েছে সবাইকে নিয়ে কাজ করা হবে। আজকের বৈঠকে কিছু প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হলে বহিরাগত থাকতে পারবে না। রাজনৈতিক বিবেচনায় যাতে কেউ থাকতে না পারে সেটিও বাস্তবায়ন করা হবে। ১৯৫২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে কথা হয়েছে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা, নুরের বিরোধিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেওয়ার ব্যাপারে নুর বলেন, ‘২৮ বছর যে নির্বাচন হয়েছে তা ত্রুটিপূর্ণ বলে শিক্ষার্থীরা পুনরায় নির্বাচনের দাবি করেছেন। আমি নিজেও তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে নির্বাচনের দাবি জানিয়েছি। আমি মনে করি, এরকম একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের পর একজন সম্মানী ব্যক্তিকে সদস্যপদ দেওয়ার কোনো দরকার নাই। নতুন নির্বাচন হোক এরপর আজীবন সদস্য দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাই আমি ও সমাজসেবা সম্পাদক আকতার হোসেন এ সিদ্ধান্ত থেকে বিরত ছিলাম।’

আরও পড়ুন: ২৮ বছর পর সচল হলো ডাকসু

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর