Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা ফেরাতে গণফোরামের ১৪ দফা


২৩ মার্চ ২০১৯ ১৮:০১

ঢাকা: সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৪ দফা দাবি জানিয়েছে গণফোরাম। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনে  শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা দাবিরও প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি।

শনিবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন গণফোরামের কেন্দ্রীয় নেতা আমছা আমীন। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান জগলুল হায়দার আফ্রিকসহ অন্যরা।

চৌদ্দ দফা দাবি

গণফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণপরিবহন আইন ন্যায্যতার ভিত্তিতে যুগোপযোগী করে তার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা। গণপরিবহন ব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাবমুক্ত করাসহ দক্ষ চালক তৈরির উদ্যোগ নেওয়া।

অদক্ষ চালকদের প্রশিক্ষণের মাাধ্য দক্ষ করে তোলা। চালক/শ্রমিকদের মজুরি/পারিশ্রমিক ও কর্মঘণ্টা নির্দিষ্টকরণ ও যাত্রাপথে বিশ্রামের ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দোষী চালক ও মালিকের সাজা নিশ্চিত করা। গণপরিবহন মালিকানার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে পরিচালনা করাসহ মেওয়াদোত্তীর্ণ সব গণপরিবহন রাস্তা থেকে প্রত্যাহার করতে হবে।

গণপরিবহনের জন্য আলাদা লেন করে সেবা বাড়ানো এবং ভুয়া ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালু রাখতে হবে, হাসপাতালের সামনের সড়কে নিরাপত্তার ব্যবস্থ রাখার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সড়ক-মহাসড়কের পাশে অবস্থতি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার তৈরি করতে হবে, গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ করতে হবে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য রেগুলেটরি বডি নিয়ন্ত্রিত সরকারি ফান্ডের ব্যবস্থা রাখতে হবে। পরিবহন কৌশল এবং সড়ক-সেতু নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে জনস্বার্থকে প্রাধ্যান দিতে হবে।

ঘোষিত এসব দাবি আদায়ে গণফোরাম রাজপথে কোনো কর্মসূচি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো ও গ্যাসের মূল্য বৃদ্ধি না করার দাবিতে ১ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে তার দল।

এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সড়কে শৃঙ্খলা না ফেরার কারণ হলো সুশাসনের ঘাটতি। এই সরকার, আগের সরকার—যাই বলুক না কেন, আইনের কার্যকর প্রয়োগ নেই। পুলিশ দায়িত্ব পালন করবে, যে লক্ষ্য অর্জনের জন্য আইন করা হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে। কিন্তু পুলিশ যখন কোনোভাবে প্রভাবিত হয়, তখন সড়কে নৈরাজ্য সৃষ্টি হয়।’ যা এখন হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সারাবাংলা/এজেডে/এমএনএইচ

গণফোরাম সড়কে শৃঙ্খলা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর