Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখানে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ীকে হত্যা


২৪ মার্চ ২০১৯ ০০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম সোহেল মিয়া (৩০)। তিনি ইলেকট্রিক্যাল সামগ্রীর ব্যবসা করতেন।

শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকার রাস্তা থেকে সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, নিহত ব্যবসায়ী সোহেল হাজীপাড়া এলাকায় বাস করতেন। উত্তরায় তার ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকান ছিল। সেখান থেকে হাজীপাড়ার বাসায় ফেরার পথে চালাবন এলাকায় তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে বলে জানান ওসি। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু তিতি বলতে রাজি হননি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এসআর/এসএমএন

ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর