Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরমুজ ক্ষেতে ভাইরাসের আক্রমণ, দিশেহারা চাষিরা


২৪ মার্চ ২০১৯ ০৫:৩৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে তরমুজ খেতে ভাইরাস দেখা দিয়েছে। ভাইরাস সংক্রমণের ফলে তরমুজ গাছের পাতা হলুদ ও সবুজের মিশ্র রঙ ধারণ করে গাছ মরে যেতে শুরু করেছে। তরমুজ পরিপক্ক হওয়ার আগেই এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন তরমুজচাষিরা।

কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাঁচশ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে।

গুরুদাসপুরের কাছিকাটা এলাকার তরমুজ চাষি আব্দুল বাতেন বলেন, ‘আমি ১০ বিঘা জমিতে এ বছর তরমুজ লাগিয়েছিলাম। এতে খরচ হয়েছিল প্রায় চার লাখ টাকা। হঠাৎ করেই ভাইরাসের আক্রমণ শুরু হয়। তিন দিনের মাথায় ক্ষেতে ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন যে অবস্থা, তাতে একটাকার ফসলও ঘরে যাবে না।’

আরেক তরমুজচাষি জফের আলী বলেন, তার ক্ষেতেও ভাইরাস দেখা দিয়েছে। কৃষি অফিসের পরামর্শ নিয়েও কাজ হচ্ছে না। ফল বড় হওয়ার আগেই ক্ষতির মুখে পড়তে হবে তরমুজচাষিদের।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, আক্রান্ত তরমুজের ক্ষেতে সঠিক নিয়মে কীটনাশক প্রয়োগ করতে হবে। তারপরও যদি সমাধান না হয়, তাহলে গাছ উঠিয়ে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর