Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসিমকে বাস থেকে ফেলে ‘হত্যা’, রাস্তায় সিকৃবির শিক্ষার্থীরা


২৪ মার্চ ২০১৯ ১৩:৩৮

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যা’র ঘটনায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্রায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে শহরে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, পরিকল্পিতভাবে ওয়াসিম হত্যার বিচার, উদার পরিবহনের রুট পারমিট বাতিল, অদক্ষ চালক ও হেলপারের বাদ এবং সড়কে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন করছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ জানান, ওয়াসিম খুনের ঘটনাটি পরিকল্পিত। এ ঘটনায় চালক-হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবে। চৌহাট্টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা থাকবেন। সিলেট নগরীতে আন্দোলনে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস,পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ আছে।’

এ দিকে আটক বাস চালক জুয়েল মিয়াকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার মধ্যরাতে সিলেটের কমদতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সিলেট মহানগর পুলিশ তাকে আটক করেছিল।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা জানান, বাস চালক জুয়েল মিয়াকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল মৌলভীবাজারে হওয়ার কারণে পরবর্তী কার্যক্রম মৌলভীবাজার পুলিশ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজারের শেরপুর বিশ্বরোডে উদার পরিবহনের একটি বাসের হেলপারের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান সিকৃবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম।

তিনি বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ওই বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/এমএইচ/একে

বিক্ষোভ শিক্ষার্থীর মৃত্যু সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর