উত্তাল সমুদ্রে বিকল প্রমোদতরী, ১৩ শ যাত্রীকে উদ্ধারের চেষ্টা
২৪ মার্চ ২০১৯ ১৫:৩৩
ইঞ্জিন বিকল হওয়ায় দ্য ভাইকিং স্কাই নামে সুবিশাল এক প্রমোদতরী নরওয়ের পশ্চিম উপকূলে আটকা পড়ে আছে। জাহাজটিতে থাকা প্রায় ১৩ শ যাত্রীর মধ্যে তিন শ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) সমস্যার কথা জানিয়ে জাহাজটি প্রথম সাহায্য বার্তা পাঠায়। খবর বিবিসির।
জাহাজটিতে ছিলেন দক্ষিণ ইংল্যান্ডের বাসিন্দা ডেরেক ব্রাউনি। উদ্ধার হওয়ার পর তিনি জানান, রাতের বেলা সমুদ্র অশান্ত ছিল। আমরা কোনোমতে এগুচ্ছিলাম। নাস্তা সেরে পরদিন বিকেলে আমরা ছবি দেখার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আলো নিভে যায় এবং সমস্যা শুরু হয়।
ডেরেক আরও বলেন, আমাদের হেলিকপ্টারে করে উঠিয়ে আনা হয়েছে। যা মোটামুটি ভয় পাওয়ার মতোই অভিজ্ঞতা।
আরও পড়ুন: গণতন্ত্রের আশায় থাইল্যান্ডে হচ্ছে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন
জেনেট জেকব নামে উদ্ধার হওয়া অন্য এক যাত্রী বলেন, আমি প্রার্থনা করতে শুরু করি। এমন ভীতিকর ঘটনা আগে আমি দেখেনি কখনো।
এখন পর্যন্ত পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি লাইফবোট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সারাবাংলা/এনএইচ