Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে কবরস্থানের জায়গায় ভবন কেন, প্রশ্ন আদালতের


২৪ মার্চ ২০১৯ ১৬:৪৪

ঢাকা: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি কবরস্থানের জায়গায় যুক্তরাজ্য প্রবাসীর ভবন কেন উচ্ছেদ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে আদালত সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সহকারী কমিশনারকে আদেশ দিয়েছেন।

রোববার (২৪ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সুনামগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। স্থানীয় দুই ব্যক্তি মো. তাহেবুর রহমান ও মো. কবির মিয়া হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী আঞ্জুমান আরা বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও একেএম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক জানান, গত ১১ মার্চ সুনামগঞ্জের স্থানীয় বেশ ক’টি পত্রিকায় ‘কবরস্থানের জায়গায় বাড়ি নির্মাণ করছে যুক্তরাজ্য প্রবাসী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে স্থানীয় দুই ব্যক্তি রিট দায়ের করেন।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর