Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০


২৪ মার্চ ২০১৯ ১৭:৫৯

ঢাকা: বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সে এবার যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট।

রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। গত ২২ মার্চ এয়ারক্রাফটটি ফ্রান্সের ফ্রাংকাজাল এয়ারপোর্ট থেকে ২২ মার্চ উড্ডয়ন করে। পথে রি-ফুয়েলিংয়ের জন্য ইজিপ্ট ও মাস্কাটে এয়ারক্রাফটটি অবতরণ করে।

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি যুক্ত হওয়ায় ইউএস-বাংলার বহরে এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়ালো ৮টিতে। আগামী ৩১ মার্চ থেকে এটিআর এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এতে মোট আসন সংখ্যা রয়েছে ৭২টি। এটি ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।

পর্যায়ক্রমে আরও তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ারক্রাফটে যুক্ত হবে বলে জানানো হয়।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর