Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইক্লোন ইদাইয়ে প্রাণহানির সংখ্যা ৭ শ ছাড়িয়েছে


২৪ মার্চ ২০১৯ ১৮:৩৪

প্রলয়ঙ্করী সাইক্লোন ইদাইয়ের আঘাতে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাওয়াইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত শ’র বেশি। এরমধ্যে শুধু মোজাম্বিকে ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী সেলসো কোরেইয়া। এছাড়া, জিম্বাবুয়ে ২৫৯ এবং মালাওয়াইয়ে ৫৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যার পানি না কমে গেলে হতাহতের পূর্ণ সংখ্যা জানা যাবে না। খবর বিবিসির।

বিজ্ঞাপন

গত ১৪ মার্চ ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে বয়ে যায় ইদাই। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয় মোজাম্বিকের বিস্তৃত অঞ্চল।

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে বিকল প্রমোদতরী, ১৩ শ যাত্রীকে উদ্ধারের চেষ্টা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচএ-এর মুখপাত্র জানান, ওই অঞ্চলে বয়ে যাওয়া বুজি ও জাম্বেজি নদীর বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আবারও প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হতে পারে।

মোজাম্বিকে এখনো অনেক অঞ্চল এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। যারা আটকা পড়ে আছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বেরিয়া শহরে দেখা দিয়ে কলেরার প্রাদুর্ভাব। রেড ক্রিসেন্ট জানিয়েছেন ম্যালেরিয়া ছড়িয়ে পড়তে পারে।

পরিবেশমন্ত্রী সেলসো কোরেইয়া জানান, আমরা অভূতপূর্ব এক প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছি। পৃথিবীর অন্য কেউ এই ক্ষয়ক্ষতি অনুমান করতে পারবে না।

সারাবাংলা/এনএইচ

ইদাই মোজাম্বিক সাইক্লোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর