Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেকুয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫


২৪ মার্চ ২০১৯ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই প্রার্থীর সমর্থকদের চার জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন রিপন খন্দকার নামে এক পুলিশ সদস্যও।

রোববার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুর্ব মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ এইচ এম হামিদুল ইসলাম জানান, হঠাৎ করে ভোট নম্বর নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বিজ্ঞাপন

এদিকে, পেকুয়া ছাড়া কক্সবাজারের বাকি চার উপজেলায় ভোটগ্রহণে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে এসে কক্সবাজারের এই পাঁচ উপজেলায় ভোট নেওয়া হচ্ছে।

সারাবাংলা/টিআর

উপজেলা নির্বাচন প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা